মন্তব্য
                         
                 
                                
                            
ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া ইরানের তৈরি ড্রন ব্যবহার করছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়। তবে সে অভিযোগ সম্পূর্ণ অস্বীকা করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
পেসকভ বলেন, ইউক্রেনে যত সমরস্ত্র ব্যবহার করা হচ্ছে তার সবই রাশিয়ায় নির্মিত হয়েছে। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। ইউক্রেনে যে ড্রোন ব্যবহার করা হচ্ছে, তা রাশিয়ায় নির্মিত। ড্রোনগুলোর নাম রাশিয়ান। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শরণাপ্ন হওয়ার আহ্বান জানান।
এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিলেন, সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালানোর কাজে ইরানি ড্রোন ব্যবহার হয়েছে। তবে ইরান গত কয়ক দিনে বিভিন্ন পর্যায় থেকে এ খবরের সত্যতা সরাসরি নাকচ করে দিয়েছে।