 
                 
                                
                            
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য আবাইদুল্লা বেগকে গিলগিট বেলুচিস্তান থেকে অপহরণের অভিযোগ উঠেছিল জঙ্গীদের বিরুদ্ধে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা আবাইদুল্লার সঙ্গে আরও দু’জন পর্যটককেও অপহরণ করা হয় বলে অভিযোগ। সরকারের পক্ষ থেকে অপহরণকারীদের সঙ্গে সমঝোতার পর শনিবার তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি দাবি করেছে, ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন আবাইদুল্লা।
সরকারি সূত্রে খবর, অপহরণকারীরা পাকিস্তানের তেহরিক-ই-তালিবান জঙ্গী গোষ্ঠীর লোক। শুক্রবার রাতে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োয় বেগকে বলতে শোনা যায় যে, ইসলামাবাদ থেকে গিলগিট বালটিস্তানে ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে। সূত্রের দাবি, বেগকে অপহরণ করে বেশ কয়েক জন জঙ্গীর মুক্তির দাবি করা হয়। তাদের অনেকেই নাঙ্গা পর্বত এলাকায় বিদেশি পর্যটকদের হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছিল।
বেগ অপহরণকারীদের হেফাজতে থাকাকালীন গিলগিট-বালুচিস্তান সরকারের প্রাক্তন মুখপাত্র ফায়জুল্লা জানান, তিনি নিজে বেগের সঙ্গে কথা বলেছেন এবং তার মুক্তি নিয়েও আলোচনা শুরু হয়েছে। শনিবার বেগকে ছেড়ে দেওয়া হলেও জঙ্গীদের দাবি মেনে নেওয়া হয়েছে কি না বা কী শর্তে মুক্তি দেওয়া হয়েছে, তা অবশ্য জানা যায়নি।