১৭ অক্টোবর জেলা পরিষদের ভোট

২৪ অগাস্ট ২০২২

পার্বত্য তিন জেলা বাদে দেশের বাকি ৬১টি জেলায় জেলা পরিষদের ভোট হবে আগামী ১৭ অক্টোবর। সবগুলো জেলাতেই ভোটগ্রহণ হবে ইভিএমে। মঙ্গলবার (২৩ আগস্ট) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকারের আওতাভুক্ত সব প্রতিষ্ঠানে দলীয় ভিত্তিতে ভোট হলেও জেলা পরিষদের ভোট হয় নির্দলীয়ভাবে।  

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ। পরোক্ষভাবে এ নির্বাচনের ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। সংশ্লিষ্ট জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। পার্বত্য তিন জেলার বিষয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, প্রথমবারের মতো স্থানীয় এ সরকারে নির্বাচন হয় ২০১৬ সালের ২৯ ডিসেম্বর, ৬১টি জেলায়। তার আগে ২০০০ সালে তৎকালীন সরকার নতুন করে জেলা পরিষদ আইন প্রণয়ন করে। পরবর্তীতে জোট সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ না নিলেও ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় আসার পর আওয়ামীলীগ সরকার  ২০১১ সালে প্রশাসক নিয়োগের মাধ্যমে জেলা পরিষদ পরিচালনা করে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর