৪ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

১৫ জানুয়ারী ২০২১

ক্ষুদ্র উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে ঋণ সহায়তা দেওয়া হবে। এজন্য ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ আসছে। এই কথা জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব  আসাদুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) করোনাকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভূমিকা শীর্ষক এক ওয়েবিনারে  এই কথা বলেন।

সিনিয়র সচিব জানান, প্রণোদনা প্যাকেজটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য বৃহস্পতিবারই (১৪ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। অক্টোবর মাসে এটা নিয়ে একটি নীতিমালা তৈরি করতে বলা হয়েছিল। তিনি আরও জানান, ২০ হাজার কোটি টাকার যে প্রণোদনা দেওয়া হয়েছিল, সেটার ডিসবার্সমেন্টটা ভালো ছিল না।

সচিব  আসাদুল ইসলাম বলেন,  কুটির, ক্ষুদ্র এবং মাইক্রো- এভাবেই আমরা ধরছি। মাঝারি পর্যায়েরটাও (মাঝারি শিল্প উদ্যোক্তা) আনছি না। ডাউন দ্য লাইন যারা আছে, যাদের সম্পর্কে কোনও তথ্য আমাদের কাছে নেই। সেই গ্রুপটাকে রিচ করার জন্যই আমরা এই প্যাকেজ পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীও বলছিলেন এই ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে, ক্ষুদ্র উৎপাদক যারা আছেন, তাদের কাছে আমাদের পৌঁছানোটা খুব জরুরি।

তিনি আরও বলেন, আমরা যদি ক্ষুদ্র লেভেলের ডিমান্ডটা বাঁচিয়ে রাখতে না পারি বা সেখানে সাপ্লাই চেইন ধরে রাখতে না পারি, তবে সেটা আমাদের জন্য সমস্যা হবে। আমরা যদি সময় মতো তাদের চাহিদা পূরণ করতে পারি, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এমআই


মন্তব্য
জেলার খবর