ভর্তুকি সুদকে আলাদা হিসাবে সংরক্ষণের নির্দেশ

১৩ জানুয়ারী ২০২১

ভর্তুকি সুদকে আলাদা হিসাবে সংরক্ষণ করতে হবে।মঙ্গলবার (১২ জানুয়ারি) জারি করা এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনটি দেশের সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। করোনাভাইরাসের কারণে বিভিন্ন খাতে এই ভর্তুকি সুদে বিভিন্ন ঋণ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কিছু ব্যাংক আলোচ্য প্যাকেজের আওতায় প্রদত্ত ঋণের বিপরীতে নির্ধারিত সুদ গ্রাহকের ঋণের বিপরীতে আরোপ করছে। ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন গ্রাহক। বাংলাদেশ ব্যাংক বলছে, ঋণের ওপর আরোপযোগ্য নির্ধারিত সুদের মধ্যে গ্রাহক কর্তৃক প্রদেয় অংশ গ্রাহকের ঋণ হিসাবের বিপরীতে আরোপ করা যাবে। ঋণগ্রহীতা কর্তৃক প্রদেয় সুদ যথাসময়ে পরিশোধিত না হলে ব্যাংক সমুদয় সুদ গ্রাহকের ঋণ হিসাবের বিপরীতে আরোপ করতে পারবে।

এমআই


মন্তব্য
জেলার খবর