অস্তিত্ব সঙ্কটে তৈরি পোশাক শিল্প: বিজিএমইএ

০৯ জানুয়ারী ২০২১

যথাযথ পুনর্গঠনের সুযোগ ও প্রস্থান নীতি না থাকা, পশ্চিমা ক্রেতাদের দেউলিয়া হওয়া এবং ক্রয়াদেশ বাতিলের কারণে  অস্তিত্ব সঙ্কটে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প । গণমাধ্যমে পাঠানো এক   খোলা চিঠিতে এই দাবি করেছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক।

চিঠিতে বলা হয়েছে, এই শিল্প আজ সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতির দিকে মোড় নিয়েছে। কারখানাগুলো টালমাটাল পরিস্থিতির সঙ্গে প্রাণান্তকর সংগ্রাম করে কোনোভাবে টিকে রয়েছে। শিল্পটি ভালো করছে ও সরকারের কাছ থেকে সব সহযোগিতা পাচ্ছে- অনেকে এমন ধারণা পোষণ করছেন। সেটির প্রকৃত মূল্যায়ন হওয়া অন্তত জরুরি।

চিঠিতে রুবানা হক বলেন, বড়দিনের বিক্রিতে স্মরণকালের মন্দা গেছে। সেপ্টেম্বর থেকে পণ্যের মূল্য কমেছে ৫ শতাংশ। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে অনিশ্চয়তা আর শঙ্কায় আমরা বিপর্যস্ত। আমাদের শঙ্কা- পোশাক রফতানির নিম্নমুখী প্রবণতা আগামী এপ্রিল পর্যন্ত থাকতে পারে। এই পরিস্থিতিতে বর্তমান প্রণোদনা প্যাকেজের ঋণের সুদ অন্ততপক্ষে ছয় মাসের জন্য স্থগিত অথবা ঋণের অর্থ পরিশোধে অতিরিক্ত এক বছর সময় বাড়ানো না হলে  পোশাকশিল্পকে টিকিয়ে রাখা দুরূহ হবে।

এমআই


মন্তব্য
জেলার খবর