দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, কলহ, কোন্দলের বহিঃপ্রকাশ এ মুহূর্তে করোনা পরিস্থিতিকে জটিল করবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হবে, তাদের কোনও প্রশ্রয় দেবে না দল। প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৬ এপ্রিল) দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।কয়েকটি সাংবাদিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে এ সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যাদের ঘরে শত্রু, তাদের শত্রুতার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের ঘরে আজ ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এবং ভয়াবহ করোনার বিরুদ্ধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমকে