৫ দিনের রিমাণ্ডে হেফাজতের তিন নেতা

১৬ এপ্রিল ২০২১

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় তিন নেতাকে পাঁচ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত পুলিশের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন। তিন নেতা হচ্ছেন- কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী, মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা মঞ্জুরুল ইসলাম।

এর আগে তাদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা।  সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিন করে রিমাণ্ড চেয়ে আবেদন করেন তিনি। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় লালবাগ থেকে  মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিন জনকে গ্রেফতার করে ডিবির একটি টিম। সম্প্রতি রাজধানীতে হেফাজতের আন্দোলনের  ঘটনায় একাধিক মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রসঙ্গত, গত চার দিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর