উদযাপিত হচ্ছ পবিত্র ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৪

আজ পহেলা শাওয়াল, বৃহস্পতিবার। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এর আগের মাস পবিত্র রমজানে টানা এক মাস সিয়াম পালন করেছেন দেশের মুসলিম উম্মাহ।

এবার রমজান মাস ৩০ দিনে হয়েছে। ২৯ রমজান (মঙ্গলবার) সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বৃহস্পতিবার পহেলা শাওয়াল ধরে সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা আসে। ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তাঁরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছো জানিয়েছেন।  ঈদ উপলক্ষ্যে যেন আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, সেজন্য সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ওদিকে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ঈদ উদযাপনের প্রস্তুতি বুধবারের মধ্যেই সেরে ফেলেছেন। বৃহস্পতিবার সকালে তারা ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায় করবেন। রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি জামাত হবে আলাদা আলাদা সময়ে। এছাড়া বিভাগীয় শহর ও জেলা শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে ঈদের জামাত হবে সুবিধা মতো সময়ে। জাতীয় ঈদগাহে আবহাওয়া প্রতিকূল বা অন্য অনিবার্য কারণে জামাত না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিকরা ঈদের নামাজ আদায় করবেন। এ ঈদগাহে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। ঈদুল ফিতরের আগের রাতে সরকারি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়। ঈদের দিনে দেশের সব কারাগার ও সরকারি হাসপাতাল, শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেইফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুঃস্থ কল্যাণ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেগুলোতে বিশেষ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সরকারি ও বেসরকারি গণমাধ্যমে যথাযথ গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর