পুলিশের এসআই হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারী ২০২৪

পুলিশ এসআই হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে (৪৫) নওগাঁর মান্দা থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে  বিষয়টি জানায় র‌্যাব-৫।

বাবুল নওগাঁ সদর থানার চকবিরাম গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। র‌্যাব-২ ও র‌্যাব-৫ যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার ( ফেব্রুয়ারি) ভোরের দিকে জেলার মান্দা উপজেলা থেকে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিহত এসআই ঘটনার সময় নীলফামারী জেলায় ডিএসবিতে কর্মরত ছিলেন। গত বছরের ৩ অক্টোবর রাজশাহী জেলা আদালতে সাক্ষ্য শেষে ফেরার পথে বিরামপুর সরকারি কলেজ এলাকায় এক বন্ধুসহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। ফারুক পরিবহন নামের যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।  পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে বিরামপুর থানায় হত্যা মামলাটি করেন।

এদিকে গ্রেফতার আসামিকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর