দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪ আসনের মধ্যে ৩টায় সাবেক এমপিরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। বাকি একটায় দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে কেন্দ্রীয়ভাবে সংসদীয় সব আসনে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নীলফামারীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২ (সদর উপজেলা) আসনে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, নীলফামারী-৩ (জলঢাকা উপজেলা) সাবেক সংসদ ও জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও নীলফামারী-৪ (সৈসদপুর-কিশোরগঞ্জ) কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল।
এদিকে নীলফামারী-১ আসনে আফতাব উদ্দিন সরকারের নাম ঘোষণার সাথে সাথে ডোমার বাজারে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহস্রাধীক নেতাকর্মীরা অংশ নেয়।
নীলফামারী-২ আসনে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরকে নৌকার প্রার্থী ঘোষণা করায় দলমত নির্বিশেষে সব মানুষ খুশি। অনেকে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
নীলফামারী-৩ আসনে সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফাকে আওয়ামী লীগ থেকে মনোনীত করায় সেখানে আওয়ামী ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী বিভিন্ন হাটে-বাজারে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেছে।
নীলফামারী-৪ আসনে এবার চমক দেখানো হয়েছে। সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে নীলফামারী-৪ আসন। প্রার্থী নির্বাচনে সৈয়দপুর উপজেলাকে বেশি গুরুত্ব দেয় রাজনৈতিক দলগুলো। তবে এবার আওয়ামী লীগ কিশোরগঞ্জ উপজেলার দলীয় সভাপতি জাকির হোসেন বাবুলকে মনোনয়ন দিয়ে চমক দিয়েছে।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে