ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

০৮ জানুয়ারী ২০২৩

জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। কেবল যোগাযোগ নয় বিভিন্ন অফিসিয়াল মিটিংয়েরও আয়োজন করা হয় এ অ্যাপ দিয়ে। তাছাড়া বিভিন্ন ফাইল আদান-প্রদান, বার্তা প্রেরণ, গ্ররুত্বপূর্ণ ছবি পাঠানো বা গ্রহণ করা, ভিডিও আদান প্রদান করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অতুলনীয়।

 

তবে এ অ্যাপটি ব্যবহার করার জন্য প্রয়োজন হয় ইন্টারনেটের। তবে ইন্টারনেট না থাকলেও এটার মাধ্যমে যোগাযোগ করা যাবে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের প্রক্সি সার্ভার কাজে লাগিয়ে মেসেজ করা যাবে।

 

এ বিষয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এমন কোনো এলাকায় যদি কোনো ব্যক্তির সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে না পারেন, তাহলে সেখানে আপনি এ প্রোক্সি ফিচার ব্যবহার করতে পারবেন। মূলত একটি প্রক্সি সার্ভারের সাহায্য নিয়ে হোয়াটসঅ্যাপ আপনাকে জরুরি সময় মেসেজ পাঠাতে দেয়। একটি অ্যান্ড্রয়েড সেট থাকলে এ ফিচার ব্যবহার করা যাবে। এ ফিচারটি যেভাবে ব্যবহার করবেন:

 

* হোয়াটসঅ্যাপের এক্কেবারে লেটেস্ট ভার্সনটি ব্যবহার করতে হবে।

* প্রথমে চ্যাটস ট্যাবে যান। সেখানে গিয়ে মোর, তারপর সেটিংস অপশনে ট্যাপ করুন।

* এবার স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ট্যাপ করে প্রক্সিতে চলে যান।

* ইউজ প্রক্সি অপশনে ট্যাপ করুন।

* সেট প্রক্সি অপশনে ট্যাপ করুন এবং আপনার প্রক্সি অ্যাড্রেস দিয়ে দিন।

* সেভ অপশনে ট্যাপ করুন।

* কানেকশন সঠিকভাবে কাজ করলে আপনাকে একটি চেক মার্ক দেখানো হবে।

 

আইফোনে যেভাবে ব্যবহার করবেন-

 

* এক্ষেত্রেও অবশ্য যারা হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করেন তারাই এ সুবিধা পাবেন।

* এবার হোয়াটসঅ্যাপ সেটিংস অপশনে চলে যান।

* তারপরে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ট্যাপ করে প্রক্সিতে চলে যান।

* ইউজ প্রক্সি অপশনে ট্যাপ করুন।

* আপনাকে প্রক্সি অ্যাড্রেস এন্টার করতে হবে এবং সেভ টু কন্টাক্ট অপশনে ট্যাপ করুন।

 

 

রয়টার্স/আরআই


মন্তব্য
জেলার খবর