 
                 
                                
                            
নারী-পুরষের ভালোবাসা চিরন্তন। প্রেম বা ভালোবাসা কোনো বাধা মানে না। মানুষ প্রেমে পড়লে স্থান-কাল-পাত্র ভুলে যায়। হাল আমলে প্রকাশে্য প্রেমের প্রস্তাব দেওয়া ফ্যাশনে পরিণত হয়েছে। প্রকাশ্য জনসম্মুখে কিংবা খেলার মাঠে প্রকাশ ঘটে প্রেমের। মনের কথাটি জানিয়ে দেন মনের মানুষকে।
অস্ট্রেলিয়ার মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে গ্যালারিতে ঘটল প্রেমের প্রম্তাব দনের মতো ঘটনা। বিশ্বকাপের বড় ম্যাচে এ ঘটনা মাঝেমধ্যেই ঘটতে দেখা যায়।
ভারত-নেদাল্যান্ডস ম্যাচেও ঘটলো তেমন কাণ্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও গ্যালারিতে ভারতের এক সমর্থক বিয়ের প্রস্তাব দিলেন তার বান্ধবীকে। আর সেই প্রস্তাবে সাড়া দিতে বান্ধবীও দেরি করেননি। তিনি হ্যাঁ বলে দিয়েছেন। আর সেই প্রস্তাবের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডস ব্যাট করার সময়। তাদের ইনিংসের সপ্তম ওভার চলছে। বল করছেন হার্দিক পাণ্ড্য। তিনি প্রথম বল করার পরই ক্যামেরায় ধর পড়ে গ্যালারিতে থাকা ওই দুই দর্শক।
তখনই দেখা যায় ওই যুবক পকেট থেকে আঙটি বের করে তার বান্ধবীকে পরিয়ে দিচ্ছেন। আশেপাশের সমর্থকরা তখন চিৎকার করে সেই যুগলকে উৎসাহ দিতে ব্যস্ত। হাসি ও আবেগ নিয়ন্ত্রণ করতে করতেই যুবককে সম্মতি জানান তার বান্ধবী। আশেপাশের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।