 
                 
                                
                            
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়ে ছিলেন সাকিব আল হাসান। তবে আবারও শীর্ষস্থানে ফিরেছেন তিনি। আফগানিস্তানের মোহাম্মদ নাবিকে টপকে সবার ওপরে উঠে যান বাংলাদেশ অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার এ উন্নতি দলে বেশ প্রভাব ফেলবে।
বুধবার হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। টি–টোয়েন্টিতে সাকিবের রেটিং এখন ২৬৬। দুইয়ে নেমে যাওয়া আফগানিস্তান অধিনায়ক নবীর রেটিং ২৪৬।
এদিকে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তার রেটিং ৮৬১। ভারতের সূর্যকুমার যাদব দুই নম্বরে আছেন। তার রেটিং ৮৩৮। এক ধাপ নিচে নেমে তৃতীয় স্থানে আছেন গেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের রেটিং পয়েন্ট ৮০৮।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস ৫১৯ পয়েন্ট নিয়ে আছেন ৩৬ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান ২৪ নম্বরে আছেন মেহেদী হাসান। ২৭তম স্থানে নাসুম আহমেদ। সাকিবের অবস্থান ৩০তম।