করোনামুক্ত রোহিত শর্মা

০৪ জুলাই ২০২২

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। কোয়ারেনটাইন থেকেও মুক্তি পেলেন তিনি। এবার দলের ফেরার অপেক্ষা। সামনেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ। ৭ জুলাই সাদাম্পটনে হবে সেই ম্যাচ। এ ম্যাচ দিয়েই দলে ফিরতে চান এ ক্রিকেটার।

 

বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, “রোহিতের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আর নিভৃতবাসে থাকতে হবে না তাঁকে। যদিও ভারতীয় দল যে টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচ খেলছে, তাতে রোহিত নেই। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে কিছুটা বিশ্রাম প্রয়োজন রোহিতের।”

 

বোর্ডের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে বেরোলে তাকে বেশ কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। রোহিতকে সেই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। ভারতীয় দল টেস্টের আগে শেষ পর্যন্ত চেষ্টা করেছিল রোহিতকে খেলানোর। বার বার করোনা পরীক্ষা করা হয় তার। কিন্তু বার বার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে।

 

এজবাস্টনে ভারতীয় দল টেস্ট খেলতে নামলেও করোনা আক্রান্ত হওয়ায় সেই দলে নেই রোহিত। তার বদলে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা। টেস্টের আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার সময় করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে রোহিতের। টেস্টের আগের দিন পর্যন্ত তার সুস্থ হওয়ার অপেক্ষা করে ভারত। কিন্তু ৩০ জুন ফের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় রোহিতকে ছাড়াই নামার কথা জানায় ভারত।


মন্তব্য
জেলার খবর