নিউজিল্যান্ড-বাংলাদেশ-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ

২৭ জুন ২০২২

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। যেখানে পাকিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশও।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা জানিয়েছেন, অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্বাগতিক নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা করা হয়েছে। সেখানে নিজেদের অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে পাকিস্তান। অক্টোবরের প্রথম সপ্তাহে এ ত্রিদেশীয় প্রতিযোগিতা শুরু হতে পারে বলেও জানান তিনি।

 

সেখানে দলগুলো একে অপরের সাথে দুইবার করে মোকাবেলা করবে। সেক্ষেত্রে ফাইনালে উঠলে পাঁচটি ম্যাচ খেলতে পারবে দলগুলো।


মন্তব্য
জেলার খবর