আগামী ২৫ জুন থেকে স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচল করবে। তার আগে একই দিন সকাল ১০ টায় এ সেতুতে যান চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ মে) সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন- পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে, এখানে কারোর নাম থাকার দরকার নেই। উদ্বোধন উপলক্ষে সেতু এলাকায় সাজসজ্জা করা হবে। মাওয়া প্রান্তে একটা সুধী সমাবেশ ও জাজিরা প্রান্তে একটা জনসভা হবে।
প্রসঙ্গত, ইতোমধ্যে এ সেতু পারাপার টোল নির্ধারণ করা হয়েছে। মাঝারি ধরনের বাসের টোল নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা, কার ও জিপের ৭৫০ টাকা, চার এক্সেল টেইলারের ৬ হাজার টাকা, মাইক্রো বাস ১ হাজার ৩০০ টাকা এবং মিনিবাসের (৩১ সিট বা তার কম) টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০০ টাকা।
এমকে