মঞ্চের সামনে শ্লোগানে আগুন জ্বালানোর রাজনীতি বাদ দিতে হবে। মঞ্চে আগুন জ্বালানোর দরকার নেই, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাতে হবে। এজন্য রাজপথে নামতে হবে। নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বরিশালের জিলা স্কুল মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে এই কথা বলেন।
হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেন, এই সরকারকে সরিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এই সরকারের সময় শেষ হয়ে গেছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, নিজেকে প্রশ্ন করুন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আপনি বিএনপি করেন কি-না? মৃত্যুর পর তার কোনও বাড়ি-গাড়ি, ব্যাংক-ব্যালেন্স ছিল না। আর এখন কালো কোর্ট গায়ে দিলেই মুক্তিযোদ্ধা হয়ে যাওয়া যায়। তিনি বলেন, যুদ্ধের সময় ছিলাম ৮০ হাজার মুক্তিযোদ্ধা। এখন আওয়ামী লীগের বদৌলতে হয়ে গেছে আড়াই লাখ মুক্তিযোদ্ধা। এইসব শরণার্থী মুক্তিযোদ্ধারা ৭১ সালে কোথায় ছিলেন, জানি না।
এমকে