বেড়েছে শনাক্ত ও মৃত্যু

০১ ডিসেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করানো রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। শনাক্ত হয়েছে ২৮২ জন, মারা গেছেন দুইজন। আগের ২৪ ঘণ্টায়  শনাক্ত হয়েছিল ২৭৩ জন, মারা যায় একজন। স্বাস্থ্য অধিদফতরের বুধবার ও মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য মিলেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৮৩ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৩৪৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৯ লাখ সাত হাজার ৬০২টি। শনাক্তের হার ১৪ দশমিক ৪৫।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৩ জন। এক দশমিক ৫০ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৯২৮টি, পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৫১টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ একজন, নারী একজন। বিভাগের মধ্যে একজন ঢাকার, আরেকজন খুলনার; একজন সরকারি হাসপাতালে, আরেকজনের বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর