শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে

২০ ফেব্রুয়ারী ২০২২

দেশে রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল আটটা পর্যন্ত  গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে, আর এ সময়ের ব্যবধানে বেড়েছে মৃত্যুর সংখ্যা। শনাক্ত হয়েছে এক হাজার ৯৮৭ জন, মারা গেছেন ২১ জন।  আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় দুই হাজার ১৫০ জন ও  মারা যায় ১৩ জন। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯৬৫ জন।  সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩২ লাখ আট হাজার ৮৬৭টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬৪।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৪১১টি, পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৪০৫টি। শনাক্তের হার সাত দশমিক ৮২। সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ জন আর নারী সাত জন। বিভাগের মধ্যে ঢাকার ১২ জন, চট্টগ্রামের চার জন, রংপুরের দুই জন আর রাজশাহী, বরিশাল ও সিলেটে একজন করে  রয়েছে। সরকারি হাসপাতালে ১৩ জন ও বেসরকারি হাসপাতালে আট জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর