৬ স্তরের নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার

১৯ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মোতায়েন থাকবে সাদা পোশাকে পুলিশ।  এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনও গোয়েন্দা সংস্থা থেকে কোনও ধরনের ঝুঁকির কথা পাওয়া যায়নি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) শহীদ মিনারে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার জানান,  অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসতে হবে সবাইকে। যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, তারা পলাশী মোড় দিয়ে শহীদ মিনারে ঢুকবেন। নিরাপত্তা তল্লাশি নিশ্চিত করেই সবাইকে প্রবেশ করতে দেওয়া হবে। শ্রদ্ধা নিবেদনে আগতদের ব্যাগ সঙ্গে নিয়ে না আসার ও চুরি এড়াতে মোবাইল ফোনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার জানান, ঐতিহ্যগতভাবে শহীদ মিনার কেন্দ্রিক চারদিকে  থাকা রাস্তাগুলোয় পুলিশের আলাদা চেকপোস্ট থাকবে। প্রতিটি এলাকা সিসি ক্যামেরা টিভির আওতায় থাকবে। সোয়াট টিম বোম ডিসপোজাল ইউনিট থাকবে ওয়ার্ড দিয়ে পুরো এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর