মৃত্যু ১৩, শনাক্ত দুই হাজারের বেশি

১৯ ফেব্রুয়ারী ২০২২

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত  ১৩ জন মারা গেছেন। এ সময়ে নমুনা পরীক্ষায় দুই হাজার ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। আট দশমিক ৭১ ছিল এ সময়ের শনাক্তের হার। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৪৭৮ জন। শনিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯৪৪ জন, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৫০৬টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৬৯৮টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ সাতজন, বাকি ছয়জন নারী।  বিভাগের মধ্যে ঢাকার পাঁচজন, চট্টগ্রামের চারজন আর একজন করে আছে রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুরে। সরকারি হাসপাতালে ১২ জন ও বাকিজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন, সবাই চিকিৎসাধীন ছিলেন।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর