শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪ জন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৫৮৪ জনের। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল তিন হাজার ৫৩৯ জন এবং মারা যায় ২০ জন। সে হিসাবে মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্ত কমেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৯ দশমিক ৩১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৯৮৮ জন।
অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯৩১ জন, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৬৬। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৭৬৪টি।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৬৯২টি, পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৭৬৫টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ জন, বাকিরা নারী। বিভাগের মধ্যে ঢাকার ১৪ জন, চট্টগ্রাম আর সিলেটে তিন জন করে, রাজশাহীর দুই জন এবং খুলনা ও রংপুরে একজন করে আছেন। সরকারি হাসপাতালে ২০ জনের এবং বাকিদের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।
এমকে