সময়ের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে- শনাক্ত হয়েছে তিন হাজার ৫৩৯ জন, মারা গেছেন ২০ জন। অথচ আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে তিন হাজার ৯২৯ ও ১৫। স্বাস্থ্য অধিদফতরের বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ও তার আগের দিনের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে পাওয়া গেছে এ তথ্য।
স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ২৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগৃহীত হয়েছে ৩৪ হাজার ৭৯১টি, পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৫৪৭টি। আর মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯০৭ জন, সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬৭।
এমকে