একদিনে ৪৩ করোনা রোগীর মৃত্যু

০৮ ফেব্রুয়ারী ২০২২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪৩ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জনের।  ২০ দশমিক ৩ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি ছিল। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে  সুস্থ হয়েছেন ১০ হাজার ৮০০ জন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট  ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৬৭০ জন, সুস্থ হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৮৫৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ১২ হাজার ৫৭৮টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬৭।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪১ হাজার ৮৭৯টি, পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৬৯৮টি। মারা যাওয়াদের পুরুষ ২৬ জন, বাকিরা নারী। বিভাগের মধ্যে ঢাকায় ১৫ জন, খুলনায় ১৩ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে  দুই জন, আর  একজন করে আছেন রংপুর ও ময়মনসিংহের। সরকারি হাসপাতালে ৩৫ জন, বেসরকারি হাসপাতালে সাত জন ও বাকি একজনের মৃত্যু হয়েছে বাড়িতে, চিকিৎসাধীন ছিলেন সবাই।

এমকে

 


মন্তব্য
জেলার খবর