পলিটিক্যালি-স্ট্রাটিজিক্যালি খুব ভালো অবস্থানে থাকায় ও সমুদ্র অ্যাকসেসের জন্য বাংলাদেশ নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন আশপাশের বড় বড় দেশ, এখন আমরা সবার চক্ষুশূল। তাই হিউম্যান রাইটস ও গুম-খুনের ধোঁয়া তুলছে। এর পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে এসব চাপ দিয়ে কিছু ফায়দা হাসিলের চেষ্টা। শনিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রাজধানীর ঢাকার একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করে পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে একটা লোকও গুম কিংবা খুনের শিকার হোক সরকার তা চায় না। দেশে এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স শব্দই তো নেই। কাউকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া নয়, প্রত্যেকের আইনের মাধ্যমে বিচার হবে এমনটাই চায় সরকার।
পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশে মাঝেমধ্যে কিছু নিখোঁজের ঘটনা ঘটে। সেগুলো বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ করে। পৃথিবীর সব দেশেই এমন হয়, কম-বেশি। আমাদের দেশে অন্য দেশের তুলনায় কম। দেশে গুমের বিষয়টি অপপ্রচার।
এমকে