মন্তব্য
বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৬ জন মারা গেছেন। পরীক্ষায় ১২ হাজার ১৯৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থতা ফিরে পেয়েছেন ৪ হাজার ২০৩ জন। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ৪৩ শতাংশ নমুনায় এ রোগের জীবাণুর উপস্থিতি ছিল। নমুনা সংগৃহীত হয়েছে ৪৪ হাজার ৩০৮টি, পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৪৫১টি।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৬১ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৫ লাখ ৬৮ হাজার ২২৬টি। শনাক্তের হার ১৪ দশমিক ৫১।