শনাক্ত সাড়ে ৯ হাজারের বেশি, মৃত্যু ১৭

২২ জানুয়ারী ২০২২

শনিবার (২২জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৯ হাজার ৬১৪ জনের দেহে করোনা ধরা পড়েছে। এ সময়ে মোট আক্রান্তের মধ্যে ১৭ জন প্রাণ হারিয়েছেন, ৪৮২ জন সুস্থ হয়েছেন। ২৮ দশমিক ২ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে।  স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনের। এর মধ্যে মারা গেছেন  ২৮ হাজার ২০৯ জন।  ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন সুস্থ হয়েছেন।  নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২০ লাখ ৮২ হাজার ২৬টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮৬।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ৬ জন। বিভাগের মধ্যে কেবল ঢাকাতেই আছেন ১১ জন। বাকিদের মধ্যে ২জন করে চট্টগ্রাম ও খুলনার, একজন করেন বরিশাল ও ময়মনসিংহের বাসিন্দা। সরকারি হাসপাতালে ১৪ জন,বাকি ৩ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন, চিকিৎসাধীন ছিলেন। ৩৪ হাজার ২০৭টি নমুনা সংগৃহীত হয়েছে, ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষা হয়েছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর