সংসদে ওঠছে নির্বাচন কমিশন নিয়োগ বিল

২২ জানুয়ারী ২০২২

পাসের জন্য 'প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২’ একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের রোববারের (২৩ জানুয়ারি) বৈঠকে ওঠছে। নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত এ বিল উত্থাপন করবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সংসদে ওঠার পর মতামত জানাতে বিলটি আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হবে। মতামত জানাতে এ কমিটি খুব কম সময় পাবেন, যত দ্রুত সম্ভব বিলটি পাস হবে। এরপরেই সদ্য পাস হওয়া আইন মেনে নতুন নির্বাচন কমিশন নিয়োগ হবে। এর আগে ১৭ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর