ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ইসলামিক কনফারেন্সে যোগ দেবেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজাহারী। শনিবার (১৬ আগষ্ট) অনুষ্ঠেয় এ কনফারেন্স অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার ( ১৫ আগস্ট) সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন মিজানুর রহমান আজাহারী নিজেই।
পোস্টে আজাহারী উল্লেখ করেন, “ইনশাআল্লাহ, আগামীকাল থাকছি— গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশন-এর আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ইসলামিক কনফারেন্স ২০২৫-এ। অংশগ্রহণ করতে চাইলে দ্রুত রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন লিংক https://guardianbd.org/checkout/?add-to-cart=918&fbclid=IwY2xjawMMOvVleHRuA2FlbQIxMABicmlkETFBQjl0ZkhHR0FuazNJNUZmAR6n7-ZRwVIN5wiqnc6EjwnNGIQASY7__Z8tXV82i3nIpDMSu6KkYjWqNgWtDg_aem_qK55aSzLcq-cUpodjMsStA স্ট্যাটাসের কমেন্টে দিয়েছেন তিনি।