মাসের শেষ দিকে জাঁকিয়ে নামতে পারে শীত

২১ জানুয়ারী ২০২২

চলতি জানুয়ারি মাসের শেষদিকে সারা দেশে শীত জাঁকিয়ে নামতে পারে। এ সময়ে ঢাকায় তাপমাত্রা সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। আগামী দু-তিন দিনের মধ্যে বৃষ্টি হতে পারে সারা দেশেই। বৃষ্টি শেষে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। পূর্বাভাসে শুক্রবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছি উপজেলায়- ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে- ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এমকে


মন্তব্য
জেলার খবর