দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ দশমিক ৪৯ শতাংশ নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জন। এ সময়ে মোট আক্রান্তের মধ্যে মারা গেছেন ১২ জন, সুস্থ হয়েছেন ৭৫২ জন। শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১৯২ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২০ লাখ ৪৭ হাজার ৭১৫টি। শনাক্তের হার ১৩ দশমিক ৮২।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৪০ হাজার ৪২৩টি, পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১৩৪টি। মারা যাওয়া ১২ জনের মধ্যে পুরুষ সাতজন আর নারী পাঁচজন। বিভাগের মধ্যে ঢাকাতেই ছয়জন। বাকিদের মধ্যে সিলেটে দুইজন এবং চট্টগ্রাম, খুলনা, রংপুর ও ময়মনসিংহে একজন করে আছেন। সরকারি হাসপাতালে আটজন, বাকি চারজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
এমকে