মাঠ প্রশাসনের দুর্নীতির বিষয়টি ওঠে এসেছে ডিসি ( জেলা প্রশাসক) সম্মেলনে। বৃহস্পতিবার সম্মেলনের শেষদিনে দ্বিতীয় অধিবেশনে দুর্নীতি নিয়ে কথা বলেছেন খোদ দুর্নীতি দমন কমিশন ( দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। নিজেদের অফিসের বাইরে অন্য অফিসে বা জেলায় কোন কোন জায়গায় দুর্নীতি হয়, সেটা ডিসিরা জানেন বলে মনে করছেন তিনি। এদিকে দেশের সর্বত্র মহামারির মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া।
রাজধানী ঢাকায় ওসমানি স্মৃতি মিলনায়তনে অধিবেশন শেষে সাংবাদিকদের কাছে দুর্নীতির বিষয়টি নিয়ে কথা বলেন দুদক চেয়ারম্যান। আর শহীদ আসাদ দিবস উপলক্ষে একই দিন রাজধানীতে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে আসাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে দুর্নীতি নিয়ে কথা বলেন গোলাম মোস্তফা ভুঁইয়া।
দুদক চেয়ারম্যান জানান, সম্মেলনে জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে- দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করতে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলতে। কারণ, তারা জানেন- তাদের অফিসের কোথায় দুর্নীতি হয় বা হওয়ার সুযোগ আছে। জেলার কোন কোন জায়গায় দুর্নীতি হয়, তাতে কোন কোন কর্মকর্তা যুক্ত থাকেন- সেটাও জেলা প্রশাসকদের জানার সুযোগ আছে। মাঠ পর্যায়ে তাদের জানাশোনা থাকার কারণেই এ সুযোগে আছে।
অন্যদিকে ন্যাপ মহাসিচব জানান, লুটপাটের রাজত্ব কায়েম হয়নি- এমন কোনও ক্ষেত্র আজ দেশে নেই। এটা ঘটেছে দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে। শহীদ আসাদের প্রদর্শিত পথে লুটপাটের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান তিনি।
এমকে