শীতের তীব্রতা আরও দু’দিন থাকতে পারে

২০ জানুয়ারী ২০২২

নেমে গেছে তাপমাত্রা, তাই প্রায় সারা দেশেই অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। উত্তরের বেশ কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহও। এমন আবহাওয়া বিরাজ করতে পারে আরও দু’দিন। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রাপ্ত তথ্যানুযায়ী- রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সামনের সপ্তাহের শুরুতে দু’দিন বৃষ্টি হতে পারে সারা দেশে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে- ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে- ঢাকায় ১৪, ময়মনসিংহে ১২ দশমিক ৮, চট্টগ্রামে ১৫ দশমিক ৪, সিলেটে ১৫, রংপুরে ১০ দশমিক ৫, খুলনায় ১৩ এবং বরিশালে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুস্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমকে


মন্তব্য
জেলার খবর