এবারের এশিয়া কাপ আশানুরূপ হলো না বাংলাদেশে। গতবার ফাইনাল খেলা বাংলাদেশ
এবার সেমিফাইনালের আগেই বিদায় নিল। তবে এখনও একটি ম্যাচ বাকী আছে টাইগারদের। ম্যাচটি
ভারতের বিপক্ষে। তবে শেষ ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছেন না সাকিব আল হাসান।
ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হন
অধিনায়ক সাকিব আল হাসান। সেখানেই তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এ ম্যাচ থেকে অন্য কিছু
চাই না। এ ম্যাচটায় শুধু জিততে চাই।’
ভারতের বিপক্ষে জয়ের সুখ স্মৃতি আছে বাংলাদেশের। সিরিজ জয়ও করেছে সাকিব
বাহিনী। তাই শেষ ম্যাচে জয়টা প্রত্যাশা সাকিবের। তবে দলটির সামর্থ সম্পর্কে সচেতন তিনি।
সাকিব বলেছেন, ‘নির্দিষ্ট করে কেউ না। ভারত পুরো দলটাই থ্রেট।’
ভারতের বিপক্ষে জয়ে প্রত্যাশা ব্যক্ত করে সাকিব আরো বলেন, ‘যারা জাতীয় দলে
খেলে, তারা সবাই যোগ্য। এখানে অভিজ্ঞতা বা অনভিজ্ঞতা, নতুন-পুরান এগুলো বিষয় না। টিম
হিসেবে খেলতে পারলে জয় আসবে।’