৪৭ বছর পর চাঁদে রাশিয়ার মহাকাশ যান

রবি
১১ অগাস্ট ২০২৩

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। লম্বা সময় ধরে চলা এ যুদ্ধের মধ্যেও চাঁদে মহাকাশ যান পাঠালো রাশিয়া। ১৯৭৬ সালে সর্বশেষ চাঁদে যান পাঠায় দেশটি। দীর্ঘ ৪৭ বছর পর ফের চাঁদে পা রাখতে যাচ্ছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। রুশ সংবাদ মাধ্যম আরটি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

শুক্রবার ভস্টকনি কসমোড্রোম থেকে স্থানীয় সময় (১১ আগস্ট) রাত ২টা ১০ মিনিটে চাঁদের উদ্দেশে মহাকাশযানটি যাত্রা শুরু করে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে ৮০০ কেজি ওজনের মহাকাশযানটি আগামী ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। সফল হলে এটি ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩ এর দুদিন আগেই চাঁদের মেরুতে অবতরণ করবে।

 

রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, লুনা-২৫ মহাকাশযানটির চাঁদ পর্যন্ত পৌঁছাতে মূলত সময় লাগবে পাঁচ থেকে সাতদিন। বাকি পাঁচ থেকে সাত দিন লুনা-২৫ চাঁদের কক্ষপথে অবস্থান করবে, যাতে অবতরণের জন্য সম্ভাব্য তিনটি স্থান ভালোভাবে যাচাই করতে পারে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর