ভূঞাপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ১৫০ চোখের রোগী

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর
০৫ অগাস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ১৫০ জন চোখের রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের উদ্যোগে মঙ্গলবার (০৫ আগষ্ট) ভূঞাপুর চক্ষু হাসপাতালে তাদের এ সেবা দেওয়া হয়।

প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের প্রেসিডেন্ট . এম. মুহিতের  সৌজন্যে  চিকিৎসা সেবা প্রদান করেন- প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের মেডিকেল অফিসার ডা. মো. মোমিনুল ইসলাম (রবিন) অপ্টোমেট্রিস্ট আইয়ুব আলী খান। সুবিধাভোগীদের মধ্যে ৩জন রোগীকে স্বল্পখরচে চোখের ছানী অপারেশনের জন্য বাছাই করা হয় এ সময়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর