ছাত্র-জনতার একদফা আন্দোলনের মুখে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা ও অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়েছে। হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন পর ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনার দেওয়া বার্তার বরাত দিয়ে খবর ছেপেছে, ক্ষমতা থেকে শেখ হাসিনার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। এছাড়া হাসিনাকে উদ্ধৃত করে ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। কারণ বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায় দেশটি।
এ অবস্থায় সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’। খবর বার্তা সংস্থা রয়টার্স
এক প্রেস ব্রিফিংয়েবাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেন, ‘আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এ ঘটনার সাথে জড়িত ছিল- এমনটা কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় সেটা নিছক মিথ্যা।’
ওদিকে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হাসিনা কখনোই এ ধরনের কোনো বক্তব্য (যা গণমাধ্যমে প্রকাশ হয়েছে) দেননি।
হোয়াইট হাউস আরও বলেছে, বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত বলে আমরা বিশ্বাস করি। আর আমাদের অবস্থান ঠিক এটাই।
বিডি২৪অনলাইন/আই/এমকে