প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে পুতিনের জয়

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়ে জিতেছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে সামনের ৬ বছর ক্ষমতায় থাকা নিশ্চিত হয়েছে পুতিনের।

রাশিয়ার নির্বাচন কমিশনের হিসাবে, প্রায় ৬০ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়েছেন পুতিন । খবর সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়েছে, টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে। রোববার ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরই প্রাথমিক ফলাফলে ইঙ্গিত পাওয়া যায় পুতিনের জয়ের বিষয়ে।

এদিকে এ নির্বাচন গণতান্ত্রিক বৈধতার সংকটের কারণে ইতোমধ্যেই ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। অন্যদিকে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসেবে ফলাফল তুলে ধরেন।

পুতিন বলেন, ‘কে বা কতটা তারা আমাদের ভয় দেখাতে চায়, কে বা কতটা তারা আমাদের দমন করতে চায়, আমাদের সংকল্প, আমাদের চেতনা - ইতিহাসে কেউই এমন কিছুতে সফল হতে পারেনি। এটি (পশ্চিমাদের কৌশল) এখনও কাজ করছে না। ভবিষ্যতেও কাজ করবে না।

ওদিকে প্রাপ্ত তথ্যমতে, এ জয়ের মধ্য দিয়ে ৭১ বছর বয়সী পুতিন ক্ষমতার মেয়াদের দিক থেকে জোসেফ স্টালিনকে ছাড়িয়ে যাবেন। গত ২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদী নেতা হয়ে উঠছেন।

এ নির্বাচনে কমিউনিস্ট প্রার্থী নিকোলাই খারিটোনভ মাত্র শতাংশের নিচে ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে, নবাগত ভ্লাদিস্লাভ দাভানকভ তৃতীয় এবং অতি-জাতীয়তাবাদী লিওনিড স্লুটস্কি চতুর্থ অবস্থানে রয়েছেন। রোববার ভোট বন্ধ হওয়ার সময় ভোট কাষ্ট হয়েছে ৭৪ দশমিক ২২ শতাংশ। এবারের নির্বাচনে ২০১৮ সালের চেয়ে বেশি ভোট পড়েছে।

 

এদিকে এ নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র বলেছেন, পুতিন যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে বন্দির পাশাপাশি অন্যদের তার বিরুদ্ধে লড়াই করতে বাধা দিয়েছেন, তাতে নির্বাচন স্পষ্টতই অবাধ বা সুষ্ঠু হয়নি। রাশিয়ার এ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচনের মতো হয়নি- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্ট এ কথা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর