নতুন বিপদে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারী ২০২৪

ইসরাইলের ফিলিস্তিনি ভূখণ্ড অধিগ্রহণ করার পরিণাম নিয়ে শুনানির আয়োজন করছে জাতিসংঘ শীর্ষ আদালত আইসিজে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ শুনানিতে অংশ নিয়ে ৫২টি দেশ এ বিষয়ে তথ্য-প্রমাণ জমা দেবে বলে আশা করা হচ্ছে।

দি হেগের পিস প্যালেসে আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজের) সদরদফতরে সপ্তাহব্যাপী শুনানিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া চীনসহ অন্যান্য দেশ তাদের বক্তব্য তুলে ধরবে। এদিকে এ উদ্যোগ এমন সময় যখন গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক আইনি চাপ বাড়ছে। খবর ভয়েস অব আমেরিকা

 

২০২২ সালের ডিসেম্বরে আইসিজেকে 'পূর্ব জেরুসালেমসহ ইসরাইলের অধিগ্রহণকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দেশটির নীতিমালা চর্চার আইনি পরিণাম' সম্পর্কে বাধ্যতামূলক নয় এমন 'পরামর্শমূলক মতামত' দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ সাধারণ পরিষদ। যদিও আইসিজের কোনো মতামত মেনে নেওয়ার আইনি বাধ্যবাধকতা নেই।

 

সাধারণ পরিষদ আইসিজেকে দুটি প্রশ্ন বিবেচনায় নিতে বলেছে। প্রথমত, ফিলিস্তিনিদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের অধিকার ধারাবাহিকভাবে লঙ্ঘন করে যাচ্ছে ইসরাইল। ক্ষেত্রে আইসিজের দাবির আইনি পরিণাম যাচাই করা দায়িত্ব জাতিসংঘের দায়িত্ব।

দ্বিতীয়ত, কিভাবে ইসরাইলের পদক্ষেপে 'অধিগ্রহণের আইনি অবস্থান প্রভাবিত হয়েছে' এবং এতে জাতিসংঘ অন্যান্য দেশের ওপর কী প্রভাব পড়ছে, সে বিষয়ে আইসিজেকে সুপারিশ করতে বলা হয়েছে। খুব সম্ভবত বছরের শেষ নাগাদ এ বিষয়ে রায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে

 

ইসরাইল শুনানিতে অংশ নেবে না। ২০২২ সালে দেশটিকে এ বিষয়ে জাতিসঙ্ঘ অনুরোধ জানালেও তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে। তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়টিকে 'ঘৃণ্য' 'অপমানজনক' বলেও আখ্যায়িত করেন।


মন্তব্য
জেলার খবর