দেশে পেঁয়াজের দর নিয়ে ক্রেতাদের মধ্যে পুরোটা স্বস্তি মেলেনি। এর মধ্যেই বাড়ছে আদার দাম। মাস খানেক আগেও দেড়শ’টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি আদা এখন বিক্রি হচ্ছে পাইকারিতে আড়াইশ’ আর খুচরায় সাড়ে ৪ থেকে ৫শ’ টাকা দরে। টিসিবির হিসাবে মাসের ব্যবধানে আদার দাম বেড়েছে ৯২ দশমিক ৩১ শতাংশ।
মাস খানেক আগে থাকা ৩০ থেকে ৩৫ টাকা কেজির পেঁয়াজ সম্প্রতি ৮০ থেকে ৮৫ টাকায় ওঠেছিল দাম, পেঁয়াজ আমদানির কথা শুনে এখন নেমে এসেছে ৬৫ থেকে ৭০ টাকায়। টিসির হিসাব বলছে, এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৮১ দশমিক ২৫ শতাংশ।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম বলেই পেঁয়াজ-আদার এমন উচ্চমূল্য। তারা জানিয়েছেন, আইপি না দিলেও চোরাইপথে ভারত থেকে পেঁয়াজ আসছে। তাই পেঁয়াজের দর কমতির দিকে। বৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে আসা শুরু হলেই ৩০ থেকে ৩৫ টাকায় দাম নেমে আসবে বলে মনে করছেন তারা।
এদিকে চায়না থেকে মাসখানেক হচ্ছে আমদানি বন্ধ থাকায় অস্বাভাবিক হারে বাড়ছে আদার দাম। বাজারে মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের আদা পাইকারি দরে বিক্রি হচ্ছে ২৩০ থেকে আড়াইশ’ টাকায় আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫শ’ টাকা কেজি।
উৎপাদন কম বলে আন্তর্জাতিক বাজারেই আদার দাম বেশি। তাছাড়া ডলার সংকটে এলসি জটিলতায় আমদানি পড়েছে গ্যারাকলে। এ কারণে আদার দাম বাড়ছে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিডি/ই/এমকে