গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলে দেশের মানুষ যতটা না খুশি হতেন, তার চেয়ে বেশি খুশি হয়েছেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়ায়।
শুক্রবার (২৬ মে) রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়ায় এ সময় নির্বাচন কমিশনের পাশাপাশি জনগণকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। সেই সঙ্গে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনের মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয়েছে- এ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আওয়ামী লীগ দলীয় প্রার্থী হারবে কিনা, তার চেয়ে বড় কথা- গণতন্ত্র জিতেছে। বাকি চার সিটি করপোরেশ নির্বাচন এবং এগুলোর মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, ২৫ মে গাজীপুর সিটি নির্বাচন হয়। নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা ও স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিলঘড়ি প্রতীকে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
বিডি/আর/এমকে