এ বছর ঈদুল আজহার যাত্রায় রেল তার অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে ১৪ জুন। ১০ দিনে আগের টিকিট পাওয়া যাবে। ঈদুল ফিতরের মতো আজহাতেও আসন সম্বলিত শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। আর স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে চারটি কাউন্টার থেকে।
রাজধানী ঢাকায় রেল ভবনে বুধবার (২৪ মে) ট্রেনের আগাম টিকিট বিক্রি সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আগামী ২৯ বা ৩০ জুন ঈদ হতে পারে এমনটা ধরে পরিকল্পনা সাজানো হয়েছে। এ জন্য ২৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগর সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে।
যাত্রার ক্ষেত্রে ২৪ জুনের টিকিট ১৪ জুন; ২৫ জুনের টিকিট ১৫ জুন; ২৬ জুনের টিকিট ১৬ জুন; ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন সংগ্রহ করতে হবে । ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেক্ষেত্রেও যাত্রার ১০ দিন আগে টিকিট সংগ্রহ করতে হবে। ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হবে ২৬ জুন। ঈদযাত্রায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।
বিডি/এন/এমকে