পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কম্বাইন হারভেস্টার (ধান কাটা-মাড়াই) মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলার বৈরচুনা ইউনিয়নের কৃষক রফিকুল ইসলামের হাতে এ যন্ত্রের চাবি তুলে দেওয়া হয়।
কম্বাইন হারভেস্টার (ধান কাটা-মাড়াই) মেশিন বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৩১ লাখ টাকা মুল্যে এ কম্বাইন হারভেস্টার মেশিন ক্রয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষককে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। চলতি বোরো মৌসুমে এ ধরণের আরো দুটি যন্ত্র ক্রয়ে দুই জন কৃষককে একই ভাবে ভর্তুকি প্রদান করা হবে।
বিডি/লিমন/সি/এমকে