আরও খবর
এ সময়ের দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। জামাইষষ্ঠীতে টলিউডে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আবার বিবাহ অভিযান’। এর আগে বুধবার (২৪ মে) নতুন ছবির ঘোষণা দিলেন এ লস্যময়ী অভিনেত্রী।
জানা গেছে, নাম ঠিক হওয়া ছবিটিতে নুসরাতের সঙ্গে জুটি বাঁধবেন ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ সোমরাজ মাইতি। ছবিটি পরিচালনা করবেন কোরিওগ্রাফার বাবা যাদব। বুধবার হয়ে গেলো ছবির মহরত।
এ প্রসঙ্গে নুসরাত বলেন, ‘বাবা যাদবের সঙ্গে আগেও কাজ করেছি। তার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। আশা করি এই কাজটি বরাবরের মতো সাকসেস হবে। আগস্ট মাসে ছবির শুটিং শুরু হবে।’
সোমরাজ বলেন, ‘এটা ছবিটির আদ্যোপান্ত রোম্যান্টিক এবং অ্যাকশনে ভরপুর। মূলত বিদেশেই শুটিং হওয়ার পরিকল্পনা। ছবির নাম এখনো ঠিক হয়নি।’