আরও খবর
বিয়ের সুখবর প্রকাশের কিছুদিন পরেই মেয়ের বাবা হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। বুধবার রাত ১০টা ৫৮ মিনিটে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবজাতকের চারটি ছবি শেয়ার করেছেন।
ক্যাপশনে লেখেন, ‘আল্লাহ আজ আমাকে বেহেশত দান করেছেন, আলহামদুলিল্লাহ।’
জিয়াউল রোশান জানান, বুধবার (২৪ মে) বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন। এ সময় রোশানসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাত তিনটা পর্যন্ত সিনেমার গানের শুটিং করেছিলেন। রাতে ফিরে দেখেন স্ত্রী কিছুটা অস্বস্তি বোধ করছেন। ভোরে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান। সকালে তার কন্যা ভূমিষ্ঠ হয়।
প্রসঙ্গত, ২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান।