ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত হুশিয়ারিতে ভীত নয় সরকার: কৃষিমন্ত্রী

বাংলাদেশ২৪অনলাইন
মে ২৫, ২০২৩ ১৯:৩২
১০ বার পঠিত

দেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের এমন হুঁশিয়ারির বিষয়ে সরকার মোটেই ভীত ও চিন্তিত নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে বিষয়টি জানান কৃষিমন্ত্রী। তিনি মনে করেন, বিষয়টি সবার জন্য সতর্কবার্তা।

ভিসা প্রদান সংক্রান্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে বুধবার। এদিকে মার্কিন ভিসা নীতির বিষয়ে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের ভোট ও গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে বাংলাদেশের জনগণ অনেক বেশি সচেতন। ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় থাকার নজির নেই।

বিডি/এন/এমকে



মন্তব্য