ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

ভূয়া পদবী ব্যবহার, চিকিৎসাদাতাকে লাখ টাকা জরিমানা

বাংলাদেশ২৪অনলাইন
মে ২৫, ২০২৩ ১৮:৪৭
৯৯ বার পঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

অভিযোগ ছিল, ভূয়া পদবী ব্যবহার করে ও চিকিৎসা প্রদান সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও গ্রামের সহজ সরল মানুষকে চোখের চিকিৎসা দেন তানজিল হোসেন। ভ্রাম্যমাণ আদালতে সেই অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তানজিল হোসেন (৩৫) পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের বাসিন্দা। চাটমোহর সদরের জিরোপয়েন্ট এলাকায় মা চশমা ঘর নামের একটা দোকান রয়েছে। সেখানেই চোখের রোগের চিকিৎসা দেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোছা.তানজিনা খাতুন। এর আগে তার কাছে থাকা অভিযোগের ভিত্তিতে ওই চশমার দোকানে অভিযান চালান তিনি।

সহকারী কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন স্থানীয় সাংবাদিকদের জানান, ডাক্তার পদবী ব্যবহার করে চিকিৎসা দেওয়ায় ও প্রয়োজনীয় কোন কাগজপত্র না থাকায় তাকে এ জরিমানা করা হয়।

প্রসঙ্গত, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় বলা হয়েছে, নিবন্ধনকৃত কোন মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোন নাম, পদবী, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করতে পারবেন না, যার ফলে তার কোন অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কেউ মনে করতে পারে, যদি না সেটা কোন স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়ে থাকে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রীপ্রাপ্তরা ব্যতিত অন্য কেউ তার নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না।

কোন ব্যক্তি এ বিধান লংঘন করলে তজ্জন্য তিনি ৩ (তিন) বৎসর কারাদন্ড বা ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডনীয় হবেন। বার বার লংঘন করলে প্রত্যেকবার অন্যূন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অতিরিক্ত হিসেবে দন্ডনীয় হবেন।

বিডি/সি/এমকে



মন্তব্য