আরও খবর
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ইতোমধ্যে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এখন পেঁয়াজ সিন্ডিকেটকারীদের পেঁয়াজও এখন পঁচে নষ্ট হয়ে যাবে। তাই সময় আছে, এখনই কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করুন।
বৃহস্পতিবার (২৫ মে) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবি হলরুমে এক কর্মশালায় এ আহবান জানান।
পরিকল্পনামন্ত্রী এ সময় দেশের আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। জানান, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নির্বাচনে কেউ অনিয়ম করলে বা বাধা দিলে,সংশ্লিষ্টজনকে শাস্তির আওতায় আনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মুখোমুখি কোনো বিরোধ নেই বলেও এ সময় উল্লেখ করেন মন্ত্রী।
বিডি/এন/এমকে