ঢাকা - মে ৩০, ২০২৩ : ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০

ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার: ওবায়দুল কাদের

বাংলাদেশ২৪অনলাইন
মে ২৫, ২০২৩ ১৭:০৩
৭ বার পঠিত

দেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন (ইসি) কে সব ধরনের সহযোগিতা করবে সরকার। আর নির্বাচনে যারা বাধা দেবে, তাদের অবশ্যই প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (২৫ মে) সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবীর সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে যারা বাসে আগুন দেয়; বাস ভাঙচুর করে, তারা রাজনৈতিক সহিংসতায় জড়িত। তাদের খবর আছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের।

এদিকে শ্রদ্ধা নিবেদনকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি/এন/এমকে



মন্তব্য